Status

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। পিলখানা হত্যাকা-, গুম-খুন, ৫ মে শাপলা চত্বরে গণহত্যা ও চব্বিশের গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। দেশের স্বার্থেই সব মত-পথ ও ঘরানার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। গতকাল হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা কর্তৃক আয়োজিত গণ-ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এসব কথা বলেছেন।

তিনি বলেন, গত ৫ আগস্টের পর থেকে আমাদের দেশ চরম সঙ্কটকাল পার করছে। চতুর্মুখী ষড়যন্ত্র মোকাবেলা করে এগোতে হচ্ছে দেশটাকে। তাই এসময়ে দেশের স্বার্থেই সব মত-পথ ও ঘরানার মানুষকে বিচক্ষণতার সাথে দায়িত্বশীল ও সহনশীল আচরণ করতে হবে। রাস্তাঘাটে অপরিচিত নারী দেখামাত্রই অযাচিতভাবে তার পোশাক নিয়ে নৈতিক সবক দেয়া ইসলামের দাওয়াতি পন্থার মধ্যে পড়ে না। দাওয়াত এমনভাবে দিতে হবে যাতে কেউ বিব্রতকর অবস্থায় না পড়েন। পুরুষের জন্য চোখের নজর হেফাজত যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নারীর জন্যও পর্দা ও শালীন পোশাক অতীব গুরুত্ববহ।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুকরে সঞ্চালনায় ইফতার পূর্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল হক জিলানী, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবীব উল্যাহ মানিক, আনোয়ার হোসাইন পাটোয়ারী, এয়াকুব নবী, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসাইন, ইসলামী আন্দোলন জেলা সভাপতি গাজী এনামুল হক প্রমুখ।

Source link

Back to top button