Facebook Bio Status

গণসংগীত শিল্পী এপোলো জামালী মারা গেছেন


সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণসংগীত শিল্পী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী (আবদুল্লাহ আল মাহমুদ জামালী) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

রাজনৈতিক পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন মোস্তাক এপোলো জামালীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এপোলো জামালী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। চিরকুমার এপোলো জামালী জীবনের ৪৫ বছর বিপ্লবী রাজনৈতিক তৎপরতায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সংহতি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গণসংস্কৃতি ফ্রন্টেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অনেক জনপ্রিয় গণসংগীতের রচয়িতা, সুরকার ও গায়ক ছিলেন। যে কোনো দুর্যোগে তিনি সর্বস্ব উজাড় করে গণমানুষের পাশে দাঁড়িয়েছেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী তার বড় বোন। তার দুই বোন রবীন্দ্র সংগীত শিল্পী শাহানা জামালী ও সাগরিকা জামালী। আর এক বোন কবি ও সাংবাদিক মঞ্জুলিকা জামালী। তার ভাই রোমেলো জামালী একজন ব্যাংকার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তার বড় ভগ্নিপতি।

দল ও পরিবারের সিদ্ধান্তে এপোলো জামালীর মরদেহ বার্ডেমের শবাধারে রাখা হচ্ছে। পরিবারের সদস্যরা বিদেশ থেকে ফিরলে আগামী ৭ মার্চ সকাল ১০টায় শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর খান এক বিবৃতিতে গুণী শিল্পী এপোলো জামালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, এপোলো জামালীর মৃত্যুতে দেশের পরিবর্তনকামী গণসাংস্কৃতিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

কেএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button