গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সংঘাতের ঘটনায় তদন্ত কমিটি

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আত্মপ্রকাশকে ঘিরে সংঘাতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি। এছাড়া সংগঠনটির অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতা রিফাত রশীদ পদত্যাগ করেছেন বলেও জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতারা। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়- বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘিরে বুধবারের বিক্ষোভ ও মারামারির ঘটনা পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নতুন এই সংগঠন।

তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিতে রয়েছেন সংগঠনটির নেতা তাহমীদ আল মুদাসসির চৌধুরী, তৌহিদ সিয়াম ও নাঈম রয়েছেন। কমিটি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। সাত কর্মদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত অনুযায়ী মারামারির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাকের।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়- সদ্য ঘোষিত এ সংগঠনের কোনো পদে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ। তাকে সংগঠনের সিনিয়র সদস্য সচিব করা হয়েছিল, কিন্তু তিনি এ পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান আবু বাকের মজুমদার। এর আগে বুধবার সংগঠনটির আত্মপ্রকাশের দিন রিফাত রশীদকে উপযুক্ত পদ না দেওয়ার অভিযোগ তুলেন তার সমর্থকরা। যাদের অধিকাংশই ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ নিয়ে অন্যদের সাথে হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটে। রিফাতকে উপযুক্ত পদ না দেওয়ায় নিন্দা জানান আরো অনেকে। কমিটি ঘোষণার পূর্বে তাকে উপযুক্ত পদে না রাখার ব্যাপারে জানতে পেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নিজের ফেসবুক একাউন্টে লিখেছেন- অভ্যুত্থান পরবর্তী সময়ে বহু মানুষের আনাগোনা… নতুন নতুন উচ্চিষ্টভোগীরা আজ মাইনাসের খেলায় মেতেছে। অথচ ক্রাইসিস মোমেন্টে তাদের অনেকেই প্রতারণা করেছে, এই লড়াইকে প্রশ্নবিদ্ধ করার জন্যে শত চেষ্টা করেছে। আজ তারা নব্য দেশপ্রেমী চেহারা নিয়ে হাজির হয়েছে, রিফাত রশিদকে প্রশ্নবিদ্ধ করছে। রিফাত রশীদ তার দেশপ্রেমের পরিচয় দিয়েছে, মূল্যায়ন করার দায়িত্ব নতুন সংগঠনের।

সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর একটি বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানানো হয়েছে। পরবর্তী সময়ে সারা দেশব্যাপী সংগঠনের কমিটি ঘোষণা করা হবে বলে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা জানিয়েছেন।

এর আগে গত বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গতকাল নতুন এই ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান, বিক্ষোভ, ধস্তাধস্তি এবং পরে অন্তত দুই দফা মারামারির ঘটনা ঘটে। মারামারিতে আহত অন্তত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিশু আলী ও আকিব আল হাসান। বিক্ষোভকারীরা ছিলেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা নতুন ছাত্রসংগঠনের কমিটিতে তাঁদের ‘সঠিক প্রতিনিধিত্ব’ চান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছিলেন, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশীদকে আরও গুরুত্বপূর্ণ পদ দেওয়ার দাবি করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত রশীদকে নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছিল। তবে কমিটি ঘোষণার পর তিনি পদত্যাগ করেন।

Source link

Exit mobile version