গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে রিফাত রশীদের পদত্যাগ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে রিফাত রশীদ পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।

 

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

 

তিনি জানান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটিতে রিফাত রশীদ আর নেই। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

 

সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাখা হয়েছে বলে জানানো হয়েছে। পরে দেশব্যাপী সংগঠনের কমিটি ঘোষণা করা হবে বলেও সংগঠনের নেতারা জানিয়েছেন।

Source link

Exit mobile version