খুলনায় সুবিধাবঞ্চিত শ্রমিক পরিবারের মাঝে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্বদা দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের সাধ্যমত সাহায্য- সহযোগিতা অব্যাহত রেখেছে।

গতকাল সোমবার সকাল ১০টায় স্থানীয় কার্যালয়ে খুলনা মহানগরীর দৌলতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শ্রমিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান, আনিসুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা আব্দুস সাত্তার, দবির উদ্দিন, নুর ইসলাম, রফিকুল ইসলাম, আবুল হোসেন, গোলাম মোস্তফা, আব্দুল হাকিম, আনোয়ার, হারুন, সিদ্দিক মুন্সী, মন্টু, রানা, কামরুল ইসলাম প্রমুখ।

Source link

Exit mobile version