খরুচে বোলিং তালিকায় নাম লেখালেন মুক্তার আলী


ঢাকা লিগে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটি ইকবাল হোসেনের। গাজী টায়ার একাডেমির এ তরুণ পেসার গত বছর প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ৯ ওভারে দিয়েছিলেন ১০৪ রান। যা ওভার পিছু দাঁড়ায় ১১.৫৫।

ঢাকা লিগের বাইরে বাংলাদেশের বোলারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে আরও একজনের ১০৪ রান দেওয়ার রেকর্ড আছে। তিনি দেশের নামী ও প্রতিষ্ঠিত পেসার শাহাদাত হোসেন রাজিব। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১০ ওভারে ১০৪ রান দিয়েছিলেন রাজিব।

এবারও খরুচে বোলিং আরেক পেসারের। তরুন বা অনভিজ্ঞও নন। বেশ অভিজ্ঞ, মুক্তার আলী। আজ মঙ্গলবার বিকেএসপি ৪ নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে ৯ ওভারে ৯৯ রান দিয়েছেন ঢাকা লিগে প্রায় দেড় যুগের বেশি সময় খেলে ফেলা মুক্তার।

বিকেএসপি মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবের থার্ড সিমার মুক্তারের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন শাইনপুকুরের ৩ তরুণ ব্যাটার জুবায়ের হোসেন, অনিক সরকার আর রায়ান রাফসান রহমান।

শাইনপুকুর ইনিংসের ৪৯ নম্বর এবং মুক্তারের নবম ওভারে ঝড় বইয়ে দেন তরুণ জুবায়ের। চার-চারটি ছক্কা হাঁকান তিনি মুক্তারকে।

৯ ওভারে সর্বমোট ৭টি ছক্কা হজম করেন মুক্তার আলী। এর বাইরে তার বোলিংয়ে ৫টি বাউন্ডারিও হাঁকান শাইনপুকুরের তরুণরা। মানে ৯ ওভারে শুধু ছক্কা ও বাউন্ডারি হজম করেই ৬২ রান দিয়েছেন মুক্তার।

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version