Facebook Bio Status

ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বেড়েছে


পারফরমেন্সে তেমন কোনো উন্নতি না ঘটলেও বাংলাদেশের ক্রিকেটারদের বেতন-ভাতা ও ম্যাচ ফি বেড়েছে। বিসিবি পরিচালক পর্ষদের আজ সোমবারের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে মাসিক বেতন কতটা বেড়েছে, নতুন বছরে কতজন ক্রিকেটারের সাথে চুক্তি হয়েছে, চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বেড়েছে না কমেছে; এসব খোলাসা করেননি ফাহিম।

ফাহিম বলেন, ক্রিকেটারদের পারিশ্রমিক বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। বাড়ানোর ক্ষেত্রে টেস্ট ক্রিকেটার যারা, তাদের বৃদ্ধির পরিমাণ অন্যদের তুলনায় একটু বেশি। এর মধ্য দিয়ে ওদের আগ্রহটা আমরা সুরক্ষিত করতে চাই।

ফাহিম যোগ করেন, এই মুহূর্তে সংখ্যাটা বলতে চাই না। একটা সংখ্যা আছে। সেটা বলতে চাই না। পর্যালোচনা করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। পর্যালোচনার মতোই বোঝায়। তবে অনুমোদন হয়ে গেছে। এখন যেটা দেখানো হবে, সেটাই চূড়ান্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, আগে মানে এ বছর পর্যন্ত বিসিবির বেতন কাঠামো ছিল সাদা বল আর লাল বলে। এখন সেটা আবার পুরোনো কাঠামোয় ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ বেতন হবে এ, বি, সি, ডি, ই ক্যাটাগরিতে।

তবে জানা গেছে, টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের আগ্রহ বাড়াতে এবং তাদের আর্থিক দিক থেকে সমৃদ্ধ করতে অন্য ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু টেস্ট স্পেশালিস্টদের আর্থিক দিক থেকে সমৃদ্ধ ও লাভবান করার সিদ্ধান্ত হয়েছে।

অর্থাৎ কেউ শুধুমাত্র এক ফরম্যাটের টেস্ট খেলেও এ ক্যাটাগরিতে বেতন পেতে পারেন।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button