Status

কোলে বসিয়ে বাইক ড্রাইভিং

মন ভালো নেই প্রেমিকার। তাই তাকে খুশি করতে কোলে বসিয়েই ব্যস্ত রাস্তায় মোটরসাইকেল চালালেন প্রেমিক। এই ভিডিও ভাইরাল হতেই কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ। ট্রাফিক আইন ভঙ্গ করায় প্রেমিকের ঠাঁই হয়েছে জেলে। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। খবরে বলা হয়, শারজাপুর মেইন রোডে প্রেমিকাকে কোলে বসিয়ে বাইক চালিয়েছিলেন ওই যুবক। কেউ একজন এই ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করেন। পরে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। বিষয়টি নজরে আসতেই স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করে পুলিশ।

জানা গিয়েছে, বেলান্দুরের বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১ ধারা (ব্যস্ত রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালানো বা বাইক চালানো) এবং মোটরযান আইনের অধীনে মামলা করে পুলিশ। তদন্তে জানা গেছে, ওই যুবক এবং তার বান্ধবী দুজনেই চেন্নাই থেকে গত ২২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে বাইকে উঠেছিলেন।

পুলিশ জানিয়েছে, দুই বছর আগে ওই যুবক বেঙ্গালুরুতে এসেছিলেন। গত বছর তার বান্ধবী চেন্নাইয়ে আসেন। গ্রেফতারের পর যুবক বলেন, কোনো কারণে আমার বান্ধবী হতাশ ছিল। তাই আমি তাকে বাইরে নিয়ে গিয়েছিলাম। তার পরেও মন-মেজাজ খারাপ ছিল। তাই আমি ওকে কোলে বসতে বলি। আমি শারজাপুর মেইন রোড ধরে বাইক চালাচ্ছিলাম। কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে, এই বিষয়টির জন্য আমাকে থানায় যেতে হবে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

Source link

Leave a Reply

Back to top button