Status

কোরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব- ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব। আজ শনিবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ -২৫ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, এক শ্রেণির লোক নারীর প্রতি সহিংস আচরণ করছে। এরা হয়তো জানে না পবিত্র কোরআন নাজিল হয়েছে একজন নারীর আর্তনাদের কারণেই। তিনি নারীর প্রতি সকল ধরনের সহিংস আচরণ পরিহার করার অনুরোধ জানান। কোরআনের আদর্শ সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ড. খালিদ বলেন, পুরুষ ও নারী একই স্থান হতে উৎসারিত। পবিত্র কোরআনে নারীকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। হাদিস শরীফে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা বর্ণিত হয়েছে। তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, কোরআনের অনুশীলন, অনুধাবন ও আহকামের প্রতি মনোযোগী হলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা সম্ভব। তিনি বৈষম্যহীন রাষ্ট্রে আগামীর দিনগুলো সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী‘র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও জামালপুর জেলা সমিতি ঢাকা‘র সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির মহাসচিব মোহাম্মদ শাফিল মাহমুদ শামীম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে উপদেষ্টা হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। ‘আল-কোরআনের আলোক যাত্রা’ শীর্ষক বয়সভিত্তিক এই হিফজুল কোরআন প্রতিযোগিতা চারটি গ্রুপে অনুষ্ঠিত হয়। এতে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এ প্রতিযোগিতায় নেত্রকোনা জেলার আব্দুল্লাহ সাঈদ মুনতাহা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নেত্রকোনার দিদারুল ইসলাম ও টাঙ্গাইলের আব্দুল্লাহ মোহাম্মদ ওয়াইসি।

Source link

Leave a Reply

Back to top button