কোম্পানীগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করলো গণঅধিকার পরিষদ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ভিপি নুরুল হক নুরের গণঅধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সিলেট জেলার আহবায়ক রহমতে এলাহি নাঈম লস্কর ও সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজন স্বাক্ষরিত স্মারকে ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। লিটন মাহমুদকে আহবায়ক ও সোহেল মাহমুদ কে সদস্য সচিব করে উক্ত কমিটি করা হয়েছে।
২০১৮ সালের কোটা আন্দোলন থেকে গড়ে উঠা ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি জনাব নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদ। আহবায়ক লিটন মাহমুদ বলেন, আলহামদুলিল্লাহ আমাকে আহবায়ক করে হয়েছে৷ আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি সর্বোচ্চ চেষ্টা করবো সঠিক ভাবে পালন করার জন্য। উপজেলায় সার্বিক উন্নয়ন মূলক কাজে নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই।
সদস্য সচিব সোহেল মাহমুদ বলেন, উপজেলাসহ সকল নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে গণঅধিকার পরিষদ। আমরা আশাবাদী আমরা মানুষের অধিকার আদায়ের জন্য সবসময় যেভাবে রাজপথে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যৎ তে ও রাজপথে থাকবো। উপজেলা আহবায়ক কমিটিকে সাদরে গ্রহণ করছে অত্র উপজেলার সাধারণ মানুষ ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।