
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক এলাকা থেকে এক কিশোর ও গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উদ্ধারকৃত দু’টি লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল ৯ নম্বর ওয়ার্ড থেকে আরমান হোসেন (১৭) ও বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইর টেক এলাকা থেকে গৃহবধূ তন্নী কর্মকারের (২১) লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আরমান ওই এলাকার মো. ইসমাঈলের ছেলে এবং তন্নী কর্মকার বেগমগঞ্জ উপজেলার রুপন কর্মকারের স্ত্রী। তারা জামাইর টেক এলাকার প্রমত চন্দ শীলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, দুটি ঘটনা অস্বাভাবিক মনে হওয়ায় লাশ দুটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।