Status

কেসিসি প্রশাসকের বাজার তদারকি

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বাজার পরিদর্শন করেন। গতকাল মঙ্গলবার সকালে নগরীর নিউ মার্কেট সংলগ্ন কাঁচা বাজার এলাকা পরিদর্শন করেন।

এসময় কেসিসি প্রশাসক বাজারে নিত্যপণ্যের সরবরাহের বিষয়ে ব্যবসায়ীদের নিকট খোঁজ-খবর নেন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর পর্যবেক্ষণ করেন। বিশেষ করে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। রমজানে অহেতুক নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি না করে সততার সাথে ব্যবসা পরিচালনার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

কেসিসি’র বাজার সুপার শেখ শফিকুল হাসান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।

Source link

Leave a Reply

Back to top button