Status

কেরানীগঞ্জে পঞ্চায়েত সমিতির অফিসে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

ঢাকার কেরানীগঞ্জে পঞ্চায়েত সমিতির অফিসে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকায়।

 

 

আজ বুধবার দুপুরে সমিতির অফিসে সংবাদ সম্মেলন এর মাধ্যমে জানানো হয় সমিতির সাবেক সহ সভাপতি আনোয়ার পেদা ও তার ছেলে ফিরোজ পেদার নেতৃত্বে অন্য এলাকা থেকে মিলন, সোহেল ও শাকিলসহ বহিরাগত আরও ২০/২৫ জন লোক নিয়ে এলাকাবাসীর ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

 

এক পর্যায়ে হামলাকারীরা মদিনা নগর পঞ্চায়েত সমিতির অফিসেও আমলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে রাতেই পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে এলাকাবাসী আতঙ্কে রয়েছে। স্থানীয়রা জানান এর আগেও তারা এলাকায় একক প্রভাব বিস্তার করতে বিভিন্ন ব্যবসা

 

 

প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই বিষয়ে জানতে ফিরোজ পেদার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

 

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে এখনো কেউ অভিযোগ করেনি।

Source link

Back to top button