Status

কেন বান্ধবীকে বোরখা পরার পরামর্শ দিলেন সানা খান?

 

নিজের ইচ্ছাতেই অভিনয় জগত থেকে বিদায় নিয়েছেন বি-টাউনের অভিনেত্রী সানা খান। ‘বিল্লো রানি’র মতো আইটেম গান ছিল সানার ক্যারিয়ারে। কেবল তাই নয়, বিতর্কিত শো ‘বিগ বস্‌’-এ প্রতিযোগী হয়েও আলোচনায় ছিলেন।

তবে ধর্মের টানে সব ছেড়েছেন তিনি। ভারতীয় এক মাওলানাকে বিয়ে করে পুরোদমে সংসারী হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানের মা এই সানা। সম্প্রতি অভিনেত্রী সম্ভাবনা শেঠের সঙ্গে একটি ভিডিওতে দেখা মিলল সানা খানের। সেখানেই সম্ভাবনাকে বোরকা পরতে বলেন তিনি। একইসঙ্গে ওরনা ব্যবহারেরও পরামর্শ দেন অভিনেত্রী।

একটি ভিডিও সামনে এসেছে সাজঘরের। সেখানে রূপটানে ব্যস্ত সম্ভাবনা। পরনে তার কুর্তি ও লেগিন্স। অন্যদিকে সানা পরেছেন বোরকা। বান্ধবীর গায়ে ওড়ানা নেই দেখেই চটে যান সাবেক এই অভিনেত্রী। বান্ধবীকে উদ্দেশ্য করে সানা বলেন, ‘একটা ভালো সালোয়ার কামিজ নেই, গায়ে ওড়না দেও। পারলে একটা বোরকা আনো।’
সানার সেই মন্তব্যের জবাবে সম্ভাবনা জানান, ‘আমার ওজন প্রায় ১৫ কেজি বেড়েছে যার ফলে কিছুই গায়ে ধরছে না। আর ওজন কমানোর চেষ্টাও করছি না। মানুষ আমাদের কথা শুনতে চায়, কী পরে আছি সেটা গুরুত্বপূর্ণ নয়।’
দুই তারকার এই আলোচনার ভিডিও নেটদুনিয়াতেও ছড়িয়ে পড়েছে। যেখানে অনেকেই সানার সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ কেউ পোশাককে নিজের ব্যক্তিগত স্বাধীনতা বলে মন্তব্য করেছেন।

Source link

Leave a Reply

Back to top button