Status

কেন বাদ পড়লেন জানেন না ইয়াসিনরা!

 অদ্ভুত এক কাজ করে দেখালেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য গত ৯ ফেব্রæয়ারি ৩৮ জনের প্রাথমিক তালিকা ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু অনুশীলন বা ক্যাম্প শুরুর আগেই ৮ ফুটবলারকে বাদ দিয়েছেন ক্যাবরেরা! কোচের এমন কাÐে হতবাক ফুটবল সংশ্লিষ্টরা। আগামী ২৫ মার্চ ভারত ম্যাচকে সামনে রেখে আজ থেকে রাজধানীর একটি হোটেলে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। পরের দিন বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে অনুশীলন। ৫ মার্চ সউদী আরবে ক্যাম্প করার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। এই ক্যাম্পের জন্য বুধবার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন ক্যাবরেরা। তবে ক্যাম্পে উঠবেন ২৮ ফুটবলার। বাকি দু’জনের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরির ১৮ মার্চ ঢাকায় আসার কথা। আর ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল ইসলাম সরাসরির সউদী আরবের ক্যাম্পে যোগ দেবেন।
তবে অনুশীলন শুরুর আগেই কাউকে পরীক্ষা না করে ৮ জনকে বাদ দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন এই স্প্যানিশ কোচ। অথচ এই অনুশীলন ক্যাম্পে থেকে নিজেকে প্রমাণের আশায় দিন গুণছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন খান, গোলরক্ষক আনিসুর রহমান জিকো থেকে শুরু করে নবাগত গোলরক্ষক সাকিব আল হাসানসহ অন্যরা। বলা হচ্ছে মূলত চোটের কারণে বাদ পড়েছেন তারা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এক বা দু’জন বাদে অন্যরা সবাই সুস্থই আছেন। অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন খান ২০২২ সালের পর আবারও স্বপ্ন দেখছিলেন লাল-সবুজ জার্সি গায়ে খেলবেন। কিন্তু তার স্বপ্ন ধ‚লিসাৎ হয়েছে। ইয়াসিন বরিশাল থেকে মুঠোফোনে বলেন,‘হঠাৎ জানতে পারলাম আমিসহ ৮ ফুটবলার দল থেকে বাদ পড়েছেন। কেন বাদ পড়লাম তা জানতে পারিনি। আমি তো ফিট। কোনো চোট নেই। এই তো সবশেষ ম্যাচও খেললাম। এখন যারা বাদ দিয়েছেন, তারা ভালো বলতে পারবেন কেন এমনটি করেছেন।’ তিনি যোগ করেন, ‘আমরা সবাই মিলে ভারতীয় ভিসার কাজ সম্পন্ন করেছি। সেদিন তো কেউ কিছু জানালো না। কোচও কিছু বলেননি। এখন বাদ পড়লে তো কিছু করার নেই। কোচ যা ভালো মনে করেছেন, তাই হয়তো করেছেন। আমি আমার খেলা খেলে যাবো। সবার ওপরে দেশ। এখন দলে যারা আছেন তারা সবাই মিলে ভারতের বিপক্ষে ভালো ফল করবে এমন প্রত্যাশাই রইলো।’
নবাগত গোলরক্ষক সাকিব আল হাসান খুব কষ্ট পেয়েছেন ৩৮ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়ে। তিনি বলেন,‘জাতীয় দলে জায়গা পাওয়ার কথা শুনে বাবা-মা সহ সবাই খুশি হয়েছিলেন। এখন বাদ পড়েছি। কী আর করার… সবার জন্য শুভকামনা।’ ৩০ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে চোটগ্রস্থ শেখ মোরসা‘লিন। অথচ তার বিরুদ্ধে যৌতুকের মামলা হয়েছে। ইনজুরি আক্রান্ত ও মামলার আসামি খেলোয়াড় জাতীয় দলে ক্যাম্পে জায়গা পেয়েছেন। এ নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন,‘এটা তার ব্যক্তিগত ব্যাপার। এতে আমাদের কোনো ব্যাঘাত ঘটবে না। সে আসবে ক্যাম্পে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে বিষয়টি আসে তখন আমরা তা দেখবো।’
বাংলাদেশ দল সউদী আরবে দুই সপ্তাহের মতো কন্ডিশনিং ক্যাম্প করবে। সেখানে স্থানীয় ক্লাবের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের।
৩০ জনের বাংলাদেশ প্রাথমিক দলের
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভ‚ইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমিদুল ইসলাম

 

Source link

Leave a Reply

Back to top button