কেকেআরের নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানে


আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবার নতুন অধিনায়ক বেছে নিলো। নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ আজিঙ্কা রাহানের হাতে।

কয়েক মাস আগে আইপিএল নিলামে শ্রেয়াস আইয়ার লোভনীয় প্রস্তাব পেয়ে চলে যান পাঞ্জাব কিংসে। শিরোপা জেতানো অধিনায়ককে হারানোর পর থেকেই নতুন কাউকে খুঁজছিল কেকেআর।

আইয়ারকে হারালেও কেকেআর মোটামুটি তাদের কোর টিম রেখে দিতে পেরেছে। আন্দ্রে রাসেল, সুনিল নারিন, রিঙ্কু সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, রমনদীপ সিংকে রিটেন করেছিল। ভেঙ্কটেশ আইয়ারকে রিটেন না করলেও অকশনে নিয়েছে। তেমনই বেশ কিছু নতুন মুখকেও নিয়েছে কেকেআর।

এদিকে দীর্ঘ বিরতির পর ফেরানো হয়েছে আজিঙ্কা রাহানেকে। অভিজ্ঞ এই ক্রিকেটারকেই আজ (সোমবার) অধিনায়ক ঘোষণা করেছে ফ্র্যাঞ্জাইজি।

আইপিএলের মেগা অকশনে রাহানেকে নেওয়ার পর থেকেই সম্ভাবনা জোরালো হয়েছিল। টিমে তার মতো দক্ষ ক্যাপ্টেনের বিকল্প আর কেউ হতে পারেননি।

জাতীয় দল, আইপিএলে ক্যাপ্টেন্সি করেছেন রাহানে। ঘরোয়া ক্রিকেটেও অধিনায়ক হিসেবে দারুণ সফল। এ মৌসুমে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি রাহানের নেতৃত্বেই জিতেছে মুম্বাই। ব্যাটিংয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন।

এবার কেকেআরের দায়িত্ব বুঝে পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে রাহানে লেখেন, ‘নাইটদের ক্যাপ্টেন্সি করব এটা ভেবেই সম্মানিত এবং উত্তেজিত। চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। সর্বস্ব দিয়ে চেষ্টা করব। করব লড়ব জিতব।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version