কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ে ও মাকে কুপিয়ে জখম

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ে ও মাকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী সন্ত্রাসীরা।বুধবার সকালে বরগুনা সদর উপজেলার পার্বতী কলাতলা গ্রামে এঘটনা ঘটে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, একই গ্রামের আয়নাল হকের পুত্র রাজু মিয়া দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক গৃহবধূকে উত্যক্ত করে আসছে। ৪ মার্চ গৃহবধূর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরেরদিন বুধবার সকালে রাজু মিয়ার নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঐ গৃহবধূকে দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। গৃহবধূর মা হামলাকারীদের হাত থেকে মেয়েকে রক্ষা করতে গেলে তাকেও লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে। হামলাকারীরা মেয়ে ও মাকে বাড়ি ছাড়া করার হুমকি দিয়ে চলে গেলে স্থানীয়রা হামলার শিকার মেয়ে ও মাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সন্ত্রাসী হামলার শিকার ওই গৃহবধূ জানান, প্রতিবেশী আয়নাল হকের পুত্র রাজু দীর্ঘদিন ধরে আমাকে উত্যক্ত করে আসছে। ৪ মার্চ আমার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে চলে যায়। আজ বুধবার সকালে রাজু মিয়ার নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী নিয়ে অতর্কিত হামলা চালায়। আমাকে ও আমার মাকে কুপিয়ে জখম করে। আমরা ন্যায়বিচার পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করব।

Source link

Exit mobile version