Status

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন

 

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী হারুনুর রশিদ। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন এস এম শাতিল মাহমুদ হয়েছেন। সভাপতি আওয়ামী লীগপন্থী এবং সাধারণ সম্পাদক বিএনপিপন্থী আইনজীবী হিসেবে পরিচিত।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন চেয়ারম্যান কে এম আব্দুর রউফ এই ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ছিলেন মোস্তফা সামসুজ্জামান ও আল মুজাহিদ হোসেন মিঠু।

জান গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৩টায়। এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে সমিতির ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৩০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Source link

Back to top button