কুমিল্লায় বেপরোয়া গতির অটোরিকশা উল্টে এক নারীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচল পথচারী ও যাত্রীদের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে বেপরোয়া গতি অন্যদিকে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকের হাতে অটোরিকশার স্টিয়ারিং প্রায়শই  দুর্ঘটনা ঘটাচ্ছে।

 

 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পাঁচকিত্তা-রামচন্দ্রপুর সড়কে বেপরোয়া গতির কারণে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে সেনোয়ারা বেগম (৬২) নামের এক নারী মারা গেছেন। দুর্ঘটনায় অটোরিকশার চালকও আহত হন। নিহত নারী মুরাদনগরের পূর্বহাটি গ্রামের আবদুর রশিদ মিয়ার স্ত্রী। 

 

 

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, অটোরিকশাটি বেপরোয়া গতিতে পাঁচকিত্তা থেকে রামচন্দ্রপুর যাওয়ার পথে দিঘলদী গ্রামের শ্মশানের পাশে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পরে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ওই নারী যাত্রী নিহত হন। স্থানীয় লোকজন আহত অটোরিকশা চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, এ ঘটনায় নিহত নারীর  পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে।

Source link

Exit mobile version