
ফরিদপুরের ভাঙ্গায় কুড়ালের মালিকানা নিয়ে মামাতো-ফুপাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী আউড়া মাঠ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, শফিক মাতুব্বর (৪৯), সরো মাতুব্বর(৬১), আইয়ুব মাতুব্বার(৫৬), মাসুদ মাতুব্বর(৪৩), রাব্বি মাতুব্বর (২৫), জিহাদ মাতুব্বর(১৮), নার্গিস বেগম (৩১), মরিয়ম বেগম (৩০), সিদ্দিক শেখ(৫৫), সোহেল(২৪) ও শুকুর আলী (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব সদরদী আউড়া মাঠ গ্রামের মামাতো ভাই সুমন ও ফুফাতো ভাই রাব্বি গত ৬ মাস আগে তারা দুজন মিলে একটি কুড়াল কেনেন। সোমবার রাতে সুমন রাব্বির নিকট কুড়ালটি চান। এতে রাব্বি কুড়ালটি দিতে না চেয়ে এটি নিজের কুড়াল বলে দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সুমন ও রাব্বির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে গ্রামবাসী প্রথমে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও এক পর্যায়ে তারা বিভক্ত হয়ে দুই ভাইয়ের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ ১৪ জন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। একটি কুড়ালের হাতল নিয়ে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/এমএন/জেআইএম