কিশোরগঞ্জে গাঙচিল রেস্তোরাঁসহ ৩ প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে গাঙচিল রেস্তোরাঁসহ তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিস জানায়, কিশোরগঞ্জ শহরের রাদিত সামিয়া ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বাধ্যতামূলক নিবন্ধন ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে ২ লাখ টাকা, গাঙচিল রেস্তোরাঁয় লেভেলবিহীন খাদ্য উৎপাদন ও বিক্রি এবং পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ১ লাখ টাকা ও গৌর গোবিন্দ সুইটস কেবিনকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুনোমোদিত রঙ ব্যবহার ও পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল।
এসকে রাসেল/জেডএইচ/এএসএম