Status

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে ওএসডি

 

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

 

রোববার (২ মার্চ) উপসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়েছে।

 

 

কিশোরগঞ্জের সিভিল সার্জনসহ দেশের মোট ২৯ জন সিভিল সার্জনকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন।

 

 

ডা. সাইফুল ইসলাম ২৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে কর্মজীবন শুরু করেন। ২০২২ সালে ১৩ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে কিশোরগঞ্জে সিভিল সার্জন হিসেবে পদায়নের আদেশ জারি করা হয়।

Source link

Leave a Reply

Back to top button