Status

কালীগঞ্জে খাদ্যবান্ধব সরকারি চাল বিতরণে অনিয়ম

ঝিনাইদহের কালীগঞ্জে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। খাদ্যবান্ধব ১৫ টাকা কেজি দরে এ চাল বিতরণে কার্ড নিয়ে নেয়া, স্বাক্ষর নিয়ে চাল না দেয়াসহ নানা অভিযোগ উঠেছে উপজেলার বারোবাজার ইউনিয়নের চাল প্রদানকারী ডিলারদের বিরুদ্ধে।

৫ আগস্ট সরকার পতনের পর পূর্বের ডিলার বাদ দিয়ে অস্থায়ী নতুনদের দিয়ে চাল বিতরণ শুরু করেন প্রশাসন। কিন্তু সেই চাল বিতরণে নান অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। ভুক্তভোগিরা সঠিক তদন্ত করে সুরাহা পেতে গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার বারাবর একটি আবেদন দিয়েছেন।

ইউনিয়নের জগনাথপুর গ্রামের মছুল উদ্দিন জানান, আমার কার্ড নিয়ে নিয়েছে। আমাদের ৫/৬ জনের কার্ড ওরা নিয়ে নিয়েছে। হাসিনা যাওয়ার পর থেকে আর চাল পাইনি।

ইউনিয়ন মাজদিয়া এলাকার ডিলার তরিকুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে বিষয়টি সঠিক না। একটি পক্ষ আমাকে সামাজিকভাবে হেয় করতে এমন ভুয়া তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে।

বারোবাজার ইউনিয়নের পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব থাকা কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসান সাজ্জাদ বলেন, অভিযোগের ব্যপারটা তদন্ত চলমান আছে। খুব দ্রুতই তদন্ত রিপোট পাওয়া যাবে।

উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম জানান, আমি বিষয়টি উক্ত ইউনিয়নের প্রশাসকের নিকট দায়িত্ব দিয়েছি। তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলেছি। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Source link

Back to top button