Facebook Bio Status

কার সঙ্গে বালি ভ্রমণে গেলেন সুহানা


শাহরুখ খানের মেয়ে সুহানা খান সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি ভ্রমণে গেছেন। এ খবর ছড়িয়ে পড়তেই তার অনুরাগীরা জানতে চাইছেন কার সঙ্গে প্রাকৃতিক এ নৈসর্গিক স্থানে ভ্রমণ করতে গিয়েছেন বাদশার কন্যা। নতুন কারো প্রেমে পড়েছেন না তো! অনেকেই এরকম ভাবছেন।

জানা গেছে, প্রেমিক নয়, তার বান্ধবী জেসমিনকে নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গিয়েছিলেন। আজ (৪ মার্চ) ইনস্টাগ্রামে সুহানা ভ্রমণের কিছু ছবি শেয়ার করেছেন। এতে তাকে লাল পোশাকে সূর্যাস্তের সময় পোজ দিতে দেখা গেছে।

পর পর কয়েকটি ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। একটিতে লাল পোশাকে তাকে দেখতে লাগছে ভীষণ সুন্দর লাগছে। ছবিতে ধরা পড়েছে দূরে আলো অন্ধকারে মোড়ানো পাহাড়। অন্য ছবিতে সুন্দর একটি জলপ্রপাতের দৃশ্য দেখা গেছে। এরপরের ছবিতে অন্য একটি পোশাকে ধরা দিতে দেখা যায় অভিনেত্রীকে। ৪ নম্বর ছবিতে একজনকে দেখা যায় বাইরের দিকে মুখ ফিরিয়ে বসে থাকতে।

jagonews24

শেষ ছবিতে দুটি খেলনা বানর দেখা যায়,যা হোস্টরা সুহানা এবং জেসমিনকে উপহার দিয়েছিল। ছবিগুলি শেয়ার করে সুহানা ক্যাপশনে লিখেছেন, ‘টু সাম ইট আপ (বানরের ইমোজি)’। সুহানা এই স্থানটিকে ইন্দোনেশিয়ার বালি বলে জিও-ট্যাগ করেছেন। সুহানার খালাতো বোন আলিয়া এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘ক্যাপশনের কী হবে?’ নারীর কাঁধ ঝাঁকানোর ইমোজি দিয়ে জবাব দেন সুহানা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জেসমিনের সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন সুহানা।


সুহানা ২০২৩ সালে নেটফ্লিক্সের সিনেমা ‘দ্য আর্চিজ’ দিয়ে অভিনয়ে যাত্রা করেছিলেন। এটি পরিচালনা করেছিলেন জোয়া আখতার। সুহানা ছাড়াও অভিনয় করেছিলেন খুশি কাপুর, বেদাঙ্ক রায়না, অগস্ত্য নন্দা, মিহির আহুজা, অদিতি সায়গল এবং যুবরাজ মেন্ডা প্রমুখ।

jagonews24

আগামী বছর সুহানাকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায়। বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ। সিনেমাটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স। শাহরুখ ও সুহানা খান ছাড়াও অভিষেক বচ্চনকেও দেখা যাবে ‘কিং’ সিনেমায়।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।





Source link

Leave a Reply

Back to top button