Status

কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ

সফরকারী নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে জিতল বাংলাদেশ। গতকাল বিকালে পল্টন ময়দানে সিরিজের শেষ ম্যাচে নেপালকে তিনটি লোনাসহ ৪৫-২৭ পয়েন্টে হারিয়ে লাল সবুজের পতাকা নিয়ে উৎসব করেন মিজানুর রহমানরা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

কাবাডি বিশে^ নেপালের পুরুষ দল তেমন শক্তিশালী নয়। সবশেষ ২০১৯ নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে প্রথমবারের মতো ব্রোঞ্জপদক জেতে ঘনশ্যাম রোকা মাগারের দল। আর ২০২৩ হ্যাংজু এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে প্রথমবার পদকের (ব্রোঞ্জ) মুখ দেখে নেপালের নারী দল। এক সময় এশিয়ান গেমসে নিয়মিত (সাতটি রুপা ও ব্রোঞ্জ) পদক জেতা বাংলাদেশের সাফল্যের নিড়িখে যা খুবই অপ্রতুল। সেই নেপালকে আমন্ত্রণ জানিয়ে সিরিজ জিতে তৃপ্তির ঢেকুর তুলতে চাইছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির কর্মকর্তারা। তবে এশিয়ান গেমসে প্রথমবার পদকের মুখ দেখতে মরিয়া নেপালের অধিনায়ক ঘনশ্যাম রোকা মাগার। তার কথায়, ‘বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে আমরা একটি ম্যাচ জিতেছি। আর এতেই জানান দিলাম, আমরাও এশিয়ান গেমসে পদক জেতার জন্য মুখিয়ে রয়েছি।’ আরও একধাপ এগিয়ে ভারতের প্রো-কাবাডিতে নিয়মিত খেলা নেপালের অধিনায়ক বলেন, ‘আমার বিশ^াস আগামী এশিয়াডেই পদক জেতার সক্ষমতা দেখাতে পারবো আমরা।’

১৯৭৪ সালে নিজেদের মাটিতে প্রথমবার কাবাডি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সেবার প্রতিপক্ষ ছিল শক্তিশালী ভারত। ২০০৪ সালেও বিশ^ চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল লাল-সবুজরা। এরকম সেরা দলের সঙ্গে খেললেই বাংলাদেশের লাভ হয়। নেপালের মতো অপেক্ষাকৃত দূর্বল দলের বিপক্ষে খেলে বাংলাদেশের প্রাপ্তি তেমন কিছুই নয় বলে জানান জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় আবু সালেহ মুসা। ২০০৬ কলম্বো সাউথ এশিয়ান (এসএ) গেমস ও কাতার এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক জেতা দলের এই সদস্য বলেন, ‘আমাদের সময়ে পাত্তাই পেত না নেপাল। অথচ গত ১১ বছরে কতটা এগিয়েছে তারা। এখন তারা কাবাডি লিগের আয়োজন করে। তাদের মেয়েরা এসএ গেমসের পর জিতেছে এশিয়াডের পদক। ছেলেরাও এগিয়েছে। এই দলটির বিপক্ষে আমাদের কোন লাভ নেই। বরং ওদের লাভ হয়েছে। অনেক কিছু শিখেছে তারা। আমাদের লাভ হবে ভারত, পাকিস্তান কিংবা ইরানের সঙ্গে খেললে। তাদের বিপক্ষে হারলেও অনেক কিছু শিখতে পারবো আমরা।’

Source link

Leave a Reply

Back to top button