Status

কাপ্তাইয়ে পাঁচদিন ব্যাপী ফরেস্ট গার্ডের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

কাপ্তাইয়ে পাঁচদিন ব্যাপী ফরেস্ট গার্ডের “বেসিক ফরেস্ট্রি” শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন অঞ্চলের ২৫জন  বনপ্রহরীদের নিয়ে  বনজ সম্পদ রক্ষা, অস্ত্র প্রশিক্ষণ, গোলাবারুদ ব্যবহার,অস্ত্র চালানো ও ফিটিংসহ বিভিন্ন বিষয়ের উপর গত ২৩-২৭ ফেব্রুয়ারি২৫ইং পর্যন্ত বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

 

বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বিকাল ৫টায় পাঁচ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়। নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালক গঙ্গা প্রসাদ চাকমা। স্বাগত বক্তব্য রাখেন বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র রেঞ্জ কর্মকর্তা নুরুজ্জামান।

 

 

প্রধান অতিথি উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রার্থীদের সনদ বিতরণ করেন কাপ্তাই পাল্পউড  বাগানের বিভাগীয় কর্মকর্তা মো.সাজ্জাদুজ্জামান(ডিএফও)। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হোসেন (উপবন সংরক্ষক বন সংরক্ষকের কার্যালয় রাঙামাটি অঞ্চল)।প্রশিক্ষনার্থীদের  মধ্যে বক্তব্য রাখেন ফরেস্ট গার্ড  নাছিরুল হক।

 

 

উল্লেখ্য প্রশিক্ষণ ২৩ফেব্রুয়ারি প্রশিক্ষণ  উদ্বোধন করে মো.মঈনুদ্দিন খান,উপপ্রধান বন সংরক্ষক শিক্ষা ও প্রশিক্ষণ ইউং। বিভিন্ন অঞ্চলের ২৫জন ফরেস্ট গার্ড বেসিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে। 

Source link

Back to top button