
গাজীপুর মহানগরীর টঙ্গী মরকুন এলাকায় কর্মজীবী এক নারীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী ৩ যুবককে আসামি করে মামলা করার পর বুধবার (৫ মার্চ) দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মাসুম (৩৬) ও সজিব মিয়া (২৫)।
অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে উল্টো হুমকি দিয়ে ওই নারীর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ বাদীর।
মামলা সূত্রে জানা গেছে, ওই তরুণী একটি বেকারিতে চাকরি করেন। গত ২৭ ফেব্রুয়ারি ভোরে তিনি এক পুরুষ সহকর্মীর সঙ্গে কারখানায় কাজে যাচ্ছিলেন। পথে তিন যুবক তাদের গতিরোধ করে পুরুষ সহকর্মীকে হত্যার ভয় দেখিয়ে তাকে (তরুণী) পাশের একটি বাড়িতে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন। ধর্ষণের সময় অভিযুক্তরা তাদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে ভিডিও দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে ছেড়ে দেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপরিদর্শক (এসআই) উৎপল কুমার বলেন, তরুণী অভিযুক্তদের নাম-পরিচয় জানতেন না। অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে মামলার পর আমরা অভিযুক্ত মাসুমকে গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদে মাসুম দলবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ ও টাকা দাবির বিষয়টি স্বীকার করেছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অপর একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আমিনুল ইসলাম/এফএ/এএসএম