কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রহমত, মাগফিরাত ও নাজাতের অবারিত সুযোগ নিয়ে মুসলিম মিল্লাতের দ্বারে আবারও উপস্থিত হয়েছে পবিত্র মাহে রমজান। যে মাসে অবতীর্ণ হয়েছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল-কোরআন। পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার মাসে কোরআনুল কারীমের মর্যাদা মাহাত্ম্য তুলে ধরার জন্য প্রতিবছর কাগতিয়া আলীয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল।

হাদিস শরীফে প্রিয় রাসূল (দ.) এরশাদ করেন, ‘তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্যে সুপারিশকারী হিসেবে আগমন করবে’। মুসলিম সমাজে কোরআন চর্চার ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং কোরআনের বাস্তব শিক্ষায় আদর্শ জীবন গঠনে কাগতিয়া দরবারের প্রবর্তিত ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলে শুধু বাংলাদেশ নয় ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন স্থানের মুসলমানরা খতমে কোরআন শরীফ আদায়ের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। প্রতি বছর আদায়কৃত হাজার হাজার খতমে কোরআন যার সাক্ষ্য বহন করে। এরই ধারাবাহিকতায় এ বছরও মোট খতমে কোরআন শরীফ আদায় হয়েছে ১৫ হাজার ৭০৫টি। গতকাল সকাল ৮টা হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া দরবার শরীফে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলে মোর্শেদে আজম এসব কথা বলেন।

খতমে কোরআন মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ।

Source link

Exit mobile version