Status
কাউখালীতে আ.লীগ নেতা গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে নাশকতা মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মাসুদ ইকবাল গ্রেফতার। গতকাল কাজী মাসুদ ইকবালকে গ্রেফতার করা হয়।
কাউখালী থানা সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে উপজেলা সদর ইউনিয়নের বাশুরী গ্রামের মৃত কাজী শহিদুল ইসলামের ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী মাসুদ ইকবাল (৬১) কে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. সোলায়মান বলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মাসুদ ইকবালকে নাশকতার মামলায় সন্দেহজনক আসামি হিসেবে গ্রেফতার করে পিরোজপুর আদালতে পাঠনো হয়েছে।