Status

কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মাহিয়ান এক্সপ্রেস চ্যাম্পিয়ন

পটুয়াখালীর কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মাহিয়ান এক্সপ্রেস শাওন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার টিয়াখালী ইউপির পiশ্চিম রজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক। টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদার সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ সুমন, কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.মোয়াজ্জেম হোসেন, পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ জসিম হাওলাদার, পায়রা বন্দর কর্মকর্তা সেখুল আরেফিন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোজ্জাম্মেল হাওলাদার, সদস্য সচিব মোঃ সোবাহান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদসহ ক্রীড়াপ্রেমি দর্শক।

 

প্রধান অতিথি তার স্বাগত বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এমন আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Source link

Back to top button