Facebook Bio Status

কলকাতার রাজপথে নতুন রূপে চলবে হলুদ ট্যাক্সি


হলুদ রঙের অ্যাম্বাসেডর নয়, কলকাতার রাজপথে চলবে ঝাঁ চকচকে এসি হলুদ ট্যাক্সি। কলকাতার নস্টালজিয়া হলুদ ট্যাক্সি এবার নামবে নব কলেবরে। হেরিটেজ ক্যাব নামে কলকাতার রাজপথে হলুদ ট্যাক্সি নামানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

নতুন হলুদ ট্যাক্সির গায়ে আঁকা রয়েছে হাওড়ার ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মনুমেন্টের ছবি। আপাতত ২০টি ট্যাক্সি কলকাতার রাজপথে চলবে। এগুলো চালাবেন পুরোনো ট্যাক্সি চালকেরাই।

আরও পড়ুন>>

পশ্চিমবঙ্গ সরকারের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানান, কলকাতার ঐতিহ্য এই হলুদ ট্যাক্সি। বিজিবিএস নামে একটি সংস্থা আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। তারাই এই নতুন গাড়ি পথে নামাচ্ছে।

তিনি জানান, কোনো অ্যাপ আনছে না তারা। তবে যাত্রীসাথী অ্যাপে এই গাড়ি বুক করা যাবে।

কলকাতা হাইকোর্টের ২০০৯ সালে জারি করা একটি নির্দেশিকা মোতাবেক ১৫ বছরের পুরোনো প্রায় আড়াই হাজার ট্যাক্সি রাস্তায় নামার অযোগ্য বলে ঘোষণা করে রাজ্য সরকার।

এরপরই কাজ হারানো পুরোনো হলুদ ট্যাক্সিচালক ও তাদের পরিবারের আর্থিক সংকট নিয়ে কলকাতার রাজপথে বিভিন্ন মহলের একাধিক প্রতিবাদ ও বিতর্ক শুরু হয়। অন্যদিকে কলকাতার ঐতিহ্য হারানোর আশঙ্কায় গর্জে ওঠেন কলকাতার বিশিষ্ট নাগরিকেরাও। এই পরিস্থিতিতে ফের একবার মহানগরীর রাস্তায় গড়াতে চলেছে কলকাতার পরিচিতি হলুদ ট্যাক্সি।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button