কমলনগরে সড়ক দুর্ঘটনায় জেলা জামায়াতে ইসলামীর ‘আমির’ গুরুতর আহত

লক্ষ্মীপুরের কমলনগরে জেলা জামায়াতে ইসলামীর আমির ডা.রুহুল আমিন ভূঁইয়াকে বহনকারি প্রাইভেট কারের চাকা বাস্টজনিত ত্রুটিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় শিকার হয়েছেন।
৮ মার্চ দুপুর ১টার দিকে রামগতি ও কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সফরে যাওয়ার সময় কমলনগর কলেজের গেইটে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চলন্ত অবস্থায় প্রাইভেট কারের চাকা বাস্ট হওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে গুরে গেলে পেছন থেকে আসা ট্রাকের ধাক্কায় গাড়ির সামনের ডান পাশে মারাত্মক আঘাত লাগে। এতে লক্ষ্মীপুর জেলা আমির ডা. রুহুল আমিন ভূঁঁইয়ার হাত ও পা ভেঙে যায়। গাড়িতে থাকা ড্রাইভার আহত হয়েছেন এবং লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর শহর শাখা নায়েবে আমির জহিরুল ইসলামও বুকে আঘাত পেয়েছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুইটি পুলিশ হেফাজতে আছে।