Status

কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান এর  বন থেকে লোকালয়ে চিত্রা হরিণ

বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন।  

 

 

স্থানীয়রা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত দুইদিন আগে আগুন লাগে হয়তো আগুনের তাপের কারণে বন থেকে লোকালয়ে বেরিয়ে আসে। আবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত কয়েকদিনে অতিরিক্ত পর্যটক বনে প্রবেশ করার কারণে বন থেকে প্রচুর প্রাণী বাহিরে চলে আসছে। এসব কারণে তাদের ধারনা অন্য প্রাণীদের মতো হরিণটি লোকালয়ে চলে এসেছে। পরে স্থানীয় বাসিন্দারা হরিণটিকে আটক করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করে।  

 

 

মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান এ প্রতিনিধিকে বলেন, উদ্ধারকৃত হরিণটি সুস্থ্য না। বর্তমানে জানকিছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

 

হরিণটিকে সুস্থ্য করে কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে। তবে ধারণা করা হচ্ছে, হরিণটি কালাছড়া বন বিট এলাকা থেকে লোকালয়ে বেরিয়ে এসেছিল।

Source link

Back to top button