Facebook Bio Status

কক্সবাজারে ২৮ স্পটে শুরু হচ্ছে ওএমএসে চাল বিক্রি


রমজান উপলক্ষ্যে রোববার (২ মার্চ) থেকে কক্সবাজারের ২৮ স্পটে ও ওএমএসের মাধ্যমে চাল বিক্রি শুরু হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আবু কাউছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা শহরের ১২টি পয়েন্টের প্রতিটিতে সাপ্তাহিক খোলার দিনগুলোতে প্রতিদিন দুই মেট্রিক টন চাল ও দুই মেট্রিক টন আটা বিক্রির সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বাকি আট উপজেলায় দুটি পয়েন্টের প্রতিটিতে দেড় টন চাল ও দেড় টন আটা বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত ডিলারের দোকান খোলা রাখা হবে। জনপ্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। রোজার পর এপ্রিল মাসেও এ কার্যক্রম সচল থাকবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দু’মাসের জন্য ওএমএস কার্যক্রম চালু হচ্ছে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং সেল সচল করা হচ্ছে। অবৈধ মজুদদার ও বাড়তি দামে পণ্য বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক মাঠে থাকবে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার ঘোষণা দেন, রমজানে দেশের ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে। ঈদুল ফিতরে এক কোটি পরিবারকে উপহার হিসেবে এক লাখ টন চাল দেওয়া হবে।

এ ঘোষণার পর কক্সবাজারে ওএমএসের বরাদ্দ বাড়ানো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সায়ীদ আলমগীর/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button