কক্সবাজারে কি ঘটেছিলো রাশিয়ান তরুণীর সাথে?

 

 

কক্সবাজারে ঘুরতে এসেছিলেন রাশিয়ান তরুণী। বেশ ঘোরাঘুরি করার পর দেখেন হারিয়ে গেছে তার মানিব্যাগ। বিদেশী নাগরিকের মানিব্যাগটি মাত্র দুই দিনের ব্যবধানেই উদ্ধার করে টুরিষ্ট পুলিশ। আর এতেই প্রশংসার জোয়ারে ভাসছে তারা। 

 

মনিকা কবির নামের এই রাশিয়ান নাগরিক গত ২৩ ফেব্রুয়ারি কক্সবাজারে ঘুরতে যান। সেখানে টমটমে করে ঘোরার সময়ই হারিয়ে ফেলেন নিজের মানিব্যাগ। যেটিতে বিদেশী টাকা, ভিসা কার্ড, রাশিয়ান আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ অনেক জিনিস ছিলো। পরক্ষণেই বিষয়টি জানানো হয় পুলিশকে এরপর মানিব্যাগটি উদ্ধারে নেমে পড়ে কক্সবাজার টুরিষ্ট পুলিশের একটি দল। তারা মাত্র দুই দিনের মধ্যে রাশিয়ান তরুণী মনিকার মানিব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয় তাও আবার পুরো অক্ষত অবস্থায়। এরপর ২৫ ফেব্রুয়ারি রাতেই রাশিয়ান তরুণীকে মানিব্যাগটি বুঝিয়ে দেয়া হয়। একটি পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে টুরিষ্ট পুলিশের ফেসবুক পেইজে। 

 

তরুণী মানিব্যাগটি ফিরে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন। এসময় তিনি কক্সবাজার ও বাংলাদেশ টুরিষ্ট পুলিশকেও ধন্যবাদ জানাতে ভোলেননি। এদিকে রাশিয়ান নাগরিকের মানিব্যাগ এত দ্রুত উদ্ধার করায় নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছে টুরিষ্ট পুলিশ। শামিম রহমান নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘স্যালুট পুলিশ বাহিনীকে, বিদেশী নাগরিকের কাছে দেশের মান রক্ষা করায়। এত দ্রুত মানিব্যাগটি উদ্ধার করায় ধন্যবাদ।’

Source link

Exit mobile version