Facebook Bio Status

ওসমানী বিমানবন্দরের এরোড্রম সার্টিফিকেট নবায়ন 


সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরোড্রম সার্টিফিকেট নবায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে এই সনদ হস্তান্তর করা হয়।  
 
সনদ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। সনদ গ্রহণ করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক।

  • আরও পড়ুন
    উড়োজাহাজ বিধ্বস্ত হলে করণীয় কী, দেখানো হলো মহড়ায় 
    রমজানে নতুন করে রাস্তা খোঁড়াখুঁড়ি না করার অনুরোধ ডিএমপির 
     
    বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) বিধান অনুসারে সদস্য রাষ্ট্রের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যায়িত হতে হয়। এ বিধানের আলোকে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে এরোড্রম সার্টিফিকেট দেওয়া হয়েছে।
     
    এরই ধারাবাহিকতায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ২০২০ সালে প্রথম এরোড্রম সার্টিফিকেট দেওয়া হয়। অপারেশনাল মান বজায় রাখা সাপেক্ষে যা প্রতি দুই বছরে নবায়নযোগ্য। 
     
    এমএমএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button