ওয়ানডেকে বিদায় বলে দিলেন মুশফিক

 

স্টিভ স্মিথের গতকাল ম্যাচ শেষে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা ঘোষণা কোন প্রভাব ফেলেছে কিনা কে জানে!২৪ ঘন্টা পেরোনোর আগেই অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম।বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেট থেকে ঘোষণা দিয়েছেন। 

 

আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে রং হারানো এ ফরম্যাটকে বিদায় বলে দেন মুশফিক।এক ফেসবুক বিবৃতিতে আজ তিনি জানান, দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের পর এখন তিনি ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মুশফিক বলেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ পথচলার জন্য। হয়তো বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল, তবে আমি সবসময় শতভাগের বেশি চেষ্টা করেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

 

অবসরের ঘোষণায় মুশফিক তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি গভীরভাবে আমার পরিবার, বন্ধু এবং ভক্তদের ধন্যবাদ জানাই, যাদের ভালোবাসার জন্য আমি ১৯ বছর ক্রিকেট খেলেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক ইমান দান করুন।’

 

মুশফিকুর রহিমের এই অবসর বাংলাদেশের ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। ওয়ানডে ক্রিকেটে তিনি খেলেছেন ২৭৪ ম্যাচে। ২৫৬ ইনিংসে তিনি রান করেছেন ৭৭৯৫। তার ক্যারিয়ারসেরা ১৪৪ রানের ইনিংসটি এসেছিল ২০১৮ এশিয়া কাপে, যা বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত হয়। 

 

উইকেটের পেছনে ভূমিকার জন্য নন্দিত হয়েছেন যেমন, বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তিনি এই ফরম্যাট ছাড়ার আগে নামের পাশে রেখে যাচ্ছেন ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্টাম্পিং।

টি-টোয়েন্টি ফরম্যাটকে তিনি আগেই বিদায় বলে দিয়েছেন। এবার তিনি তার পুরো মনোযোগটা দেবেন টেস্ট ক্রিকেটে

 

Source link

Exit mobile version