ওমরাহর সময় নারীরা রঙিন বোরকা পরিধান করতে পারবেন?


হজ করার জন্য বছরের একটি সময় নির্ধারিত হলেও ওমরাহ বছরের যে কোনো সময় করা যায়। ইসলামে ওমরাহ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। রাসুল (সা.) বলেছেন, এক ওমরাহর পর অন্য ওমরাহ উভয়ের মধ্যবর্তী সময়ের গোনাহের জন্য কাফফারাস্বরূপ। (সহিহ বুখারি: ১৭৭৩) বিশেষত রমজানে ওমরাহ করার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, রমজানে ওমরা পালন করা হজের সমতুল্য ইবাদত। (সুনানে ইবনে মাজা: ২৯৯৩)

ওমরাহ করার নিয়ম হলো মিকাত থেকে ইহরাম বেঁধে ইহরাম অবস্থায় কাবার চারপাশে তাওয়াফ করা, সাফা-মারওয়ার মধ্যখানে সাতবার সাঈ করা, তারপর পুরুষরা নিয়ম অনুযায়ী মাথার চুল মুণ্ডন করা বা ছোট করা, নারীরা এক কর পরিমাণ চুল কাটা। এর মধ্যে ইহরাম পরিধান করা ও কাবা তাওয়াফ করা ফরজ। সাঈ করা ওয়াজিব। তারপর ইহরাম থেকে হালাল হতে হয় মাথার চুল কেটে বা মুণ্ডন করে।

ওমরাহর সময় অর্থাৎ ইহরাম অবস্থায় নারীদের জন্য সাদা বোরকা পরিধান করা জরুরি নয়। বরং তারা স্বাভাবিক সময়ের মতো কালো বা অন্য যে কোনো রঙের বোরকা পরিধান করতে পারেন। তবে অন্য সময়ের মত ইহরাম অবস্থায়ও বোরকার রঙ বা ধরন এমন হওয়া উচিত নয় যা আলাদা আকর্ষণ তৈরি করে।

ওমরাহর সময় নারীরা হাতে ও পায়ে মোজা পরিধান করতে পারবেন?

ওমরাহর সময় নারীরা হাতে ও পায়ে মোজা পরিধান করতে পারবেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ইহরাম অবস্থায় নারীরা হাতমোজা ও পাজামা পরিধান করতে পারবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবাহ: ১৪৪৪০)

সা‘দ ইবনে আবী ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত রয়েছে, তিনি তার মেয়েদেরকে ইহরাম অবস্থায় হাতমোজা পরার নির্দেশ দিতেন। (কিতাবুল উম্ম: ২/২২৩)

ইহরাম অবস্থায় নারীরা স্বর্ণালঙ্কার পরিধান করতে পারবেন?

ওমরাহর ইহরাম বাধার পরও নারীদের জন্য স্বর্ণালঙ্কার ব্যবহার করা নিষিদ্ধ নয়, জায়েজ। প্রখ্যাত তাবেঈ নাফে (রহ.) থেকে বর্ণিত রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমরের (রা.) স্ত্রী ও মেয়েরা ইহরাম অবস্থায় সোনা-রুপার অলঙ্কার ব্যবহার করতেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৪৪১৪)

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version