Status

এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

চাঁদপুরের কচুয়ায় ড্রেজার মেশিন দিয়ে ফসলী জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রি করছে স্থানীয় একটি চক্র। উচ্চ ক্ষমতা সম্পন্ন ২টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের কাজ করে যাচ্ছে বালু খেকো রহমত উল্লাহ। এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার রাস্তা-ঘাট, জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। এলাকাবাসী ১ মার্চ সকালে উক্ত ফসলী জমিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

 

 

উপজেলার ৮ নং কাদলা ইউপির ৪নং ওয়ার্ড দেবীপুর গ্রামের উত্তর মাঠের জমিতে ১২ ইঞ্চি পাইপ বসিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন স্থাপন করে বালু উত্তোলন করছে এলাকার বালু খেকো রহমত উল্লাহ।

 

 

সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, উল্লেখিত সীমানায় ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের করনে আশ পাশের জমিগুলো ডেবে যাচ্ছে। যার কারণে এলাকাবাসী তার বিরুদ্ধে ২০১৮ সালে মামলা দায়ের করে।

 

 

দেবীপুর গ্রামের লোকজন ক্ষোভের সঙ্গে ইনকিলাবকে জানান, লিখে কি করবেন ? কিছু করতে পারবেন? এদের হাত অনেক লম্বা। অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য আমরা বহুত দৌড়াদৌড়ি করেছি। অনেক দরখাস্ত দিয়েছি। কিন্তু কোনো কিছুই হয়নি। উল্টো সে এলাকার মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখন সে ও তার লোকজনের হুমকিতে এলাকার লোকজন ঘরে থাকতে পারেনা।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী মুঠোফোনে জানান, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও উত্তোলনকারী চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি মুঠোফোনে জানান, এলাকার লোকজন নিজের হাতে আইন তুলে না নিয়ে আমাদেরকে জানাতে পারতো। যারা অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

Source link

Leave a Reply

Back to top button