এমদাদুল হক হৃদয়ের ‘চলো করে দেখাই’


অমর একুশে বইমেলার শেষ সময়ে প্রকাশিত হয়েছে টেলিভিশন ব্যক্তিত্ব, লেখক ও কমিউনিকেশন কনসালটেন্ট এমদাদুল হক হৃদয়ের বই ‘চলো করে দেখাই’। বইটি প্রকাশ করেছে কলি প্রকাশনী। মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।

কীভাবে নিজের চেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হয়, বইটি সে বিষয়ে অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে নতুন কিছু শেখা, দক্ষতা বাড়ানো এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাওয়ার পথ নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক তার বাস্তব অভিজ্ঞতা ও গবেষণার আলোকে বইটি সাজিয়েছেন। যাতে যে কেউ সহজেই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন।

আরও পড়ুন

টেলিভিশন ও বিনোদন জগতে পরিচিত মুখ এমদাদুল হক হৃদয় জনপ্রিয় কমেডি শো মিরাক্কেলে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। বইটি অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করা যাবে।

এমদাদুল হক হৃদয় বলেন, ‘আমরা অনেক সময় নতুন কিছু করতে গিয়ে দ্বিধায় পড়ে যাই। ভয়ের কারণে শুরু করতে পারি না। এ বইয়ে আমি দেখানোর চেষ্টা করেছি, কিভাবে ভয়কে জয় করে বাস্তবে এগিয়ে যাওয়া সম্ভব।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version