Status

এফ এ মিউজিকে প্রকাশ হচ্ছে আসিফের ঈদের গান

আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে গীতিকবি ফারুক আনোয়ারের লেখা এবং সঙ্গীত পরিচালক সম্রাট আহমদের সুর ও সঙ্গীতে আসিফ আকবরের ‘ফিরে পাবো কি আবার’ শিরোনামে একটি আধুনিক গান। এফ এ মিউজিকের কর্ণধার ফারুক আনোয়ার বলেন, আমার লেখা গানের অন্তর্নিহিত আবেদন অনুযায়ী অসাধারণ সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন সম্রাট আহমেদ। একই সঙ্গে গানের কথা এবং সুর হৃদয়ে ধারন করে বরাবরের মতো চমৎকার গেয়েছেন আসিফ আকবর। আশা করছি, গানটি সবার ভালো লাগবে। আসিফ আকবর বলেন, গানটির কথা খুব ভালো। সম্রাট এ প্রজন্মের খুব মেধাবী একজন সঙ্গীত পরিচালক হিসেবে গানটিতে চমৎকার সুর ও সঙ্গীত আয়োজন করেছে। আশা করি, গানটি শ্রোতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে। সম্রাট আহমেদ বলেন, গানের কথা অনুযায়ী আমি ভালো সুর করার চেষ্টা করেছি। গীতিকবি যেমন দুর্দান্ত লিখেছেন, তেমনি আসিফ ভাই গানটি বেশ যতœ নিয়ে গেয়েছেন। আশা করছি, গানটি শ্রোতা মহলে সাড়া ফেলবে।

Source link

Leave a Reply

Back to top button