এনসিপির প্রথম কার্যক্রম শুরু আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম কর্মসূচি পালিত হচ্ছে আজ মঙ্গলবার। এদিন সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। সকাল ১০টায় তারা রাজধানীর রায়েরবাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন। গতকাল এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আগামীকাল সকাল সাতটায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও সকাল দশটায় রাজধানীর রায়েরবাজারে ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের আহ্বান রইলো।’
গত শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশের পর আজই দলটির প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।