এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আদনানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবেদনের শুনানি শেষে গতকাল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। আদনানের বিরুদ্ধে শেয়ার মার্কেট কারসাজি ও মানিলন্ডারিং এর অভিযোগে এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় দুদক। সংস্থাটির পক্ষে উপ-পরিচালক মো: মোস্তাফিজুর রহমান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, এনআরবিসি ব্যাংক এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান থেকে আদনান ইমাম অন্যদের সাথে যোগসাজশে শেয়ার বাজার কারসাজি ও অন্যান্য অপরাধের মাধ্যমে অর্থ উপার্জন ও মানিলন্ডারিং করেছেন।
অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির দেশত্যাগের প্রচেষ্টার তথ্য পাওয়া যায়। বর্ণিত অবস্থায় অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন। নিষেধাজ্ঞা আরোপে কমিশনের অনুমোদন রয়েছে।

Source link

Exit mobile version