Facebook Bio Status

এতিমখানায় গেলো জব্দকৃত ২৫ মণ জাটকা


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫ মণ (১০০০ কেজি) জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড।

শুক্রবার (৭ মার্চ) দিনগত রাত ২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়। পরে সকালে এতিমখানা ও দুস্থদের মাঝে এসব মাছ বিতরণ করা হয়।

মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেন।

jagonews24

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরের নৌ-সীমানায় ১ মার্চ থেকে জাটকা সংরক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। দেশের ছয়টি অভয়াশ্রমের মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চর ভৈরবি পর্যন্ত ৭০ কিলোমিটার মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে সকল প্রকার মৎস্য আহরণবন্ধসহ জাটকা সংরক্ষণ কর্মসূচি পালিত হচ্ছে। এসময় জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মোহনপুর কোস্টগার্ড ইউনিটের কর্মকর্তা এম কবির জানান, মোহনপুর অঞ্চলে মেঘনা নদীর বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ নামের যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। জাটকাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের উপস্থিতিতে মোহনপুর এলাকার এতিমখানা ও দুস্থদের মাঝে মাঝে বিলিয়ে দেওয়া হয়।

শরীফুল ইসলাম/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button