এক দিনে ২ হাজার ২২০ কোটি ডলার হারালেন মাস্ক

 

বিশ্ব শেয়ারবাজারে বড় পতনের কারণে এক দিনে এলন মাস্কের সম্পদ কমল ২ হাজার ২২০ কোটি ডলার। তার জীবনের চতুর্থ বড়সড় ক্ষতি হিসেবে ধরা হচ্ছে এই ঘটনাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন শুল্ক আরোপ এবং ফেডারেল বাজেট কাটছাঁটের কারণে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।

 

টেসলা ইনকর্পোরেটেড, যা মাস্কের সম্পদের অর্ধেকেরও বেশি, তার শেয়ারমূল্য ৮.৪ শতাংশ কমে যাওয়ার পর এই ধস শুরু হয়। জানুয়ারিতে ইউরোপে টেসলার বিক্রি প্রায় অর্ধেকে নেমে আসার খবর প্রকাশিত হলে এই পতন বাড়তে থাকে। ইউরোপের রাজনীতিতে মাস্কের জড়িয়ে পড়ার কারণে তাঁর জনপ্রিয়তা কমেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। এই পতনের ফলে টেসলার বাজারমূল্য ১ ট্রিলিয়নের নিচে নেমে যায়, যা ২০২৪ সালের ৭ নভেম্বরের পর প্রথমবার।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্ক আরোপ ও বাজেট কাটছাঁটের নীতিগুলি শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মত ওয়াকিবহাল মহলের। গত চার দিনের লেনদেনে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৩.১ শতাংশ কমেছে এবং মেগাক্যাপ টেক কোম্পানিগুলোর “ম্যাগনিফিসেন্ট ৭ ইনডেক্স” মঙ্গলবার একটি সংশোধনের মুখোমুখি হয়েছে।

 

মাস্কের নেতৃত্বে পরিচালিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (DOGE) ৬৫ বিলিয়ন সাশ্রয় করেছে, যা ২০২৪ সালের ফেডারেল বাজেটের প্রায় ১ শতাংশ। তবে, এর ফলে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে এবং অনেকেই চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন। মঙ্গলবার এই বিভাগের ২১ জন কর্মী একযোগে পদত্যাগ করেন।

 

মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ৩৫৮ বিলিয়ন, যা গত বছর নভেম্বরের নির্বাচনের পরও প্রায় ১০০ বিলিয়ন বেশি। ডিসেম্বরের মাঝামাঝি টেসলা শেয়ারের উত্থান এবং তাঁর ব্যক্তিগত কোম্পানিগুলোর তহবিল বৃদ্ধির কারণে মাস্কের সম্পদ এক সময় ৪৮৬.৪ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল।

Source link

Exit mobile version