Facebook Bio Status

এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু


ময়মনসিংহের ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হওয়ার প্রায় এক ঘণ্টা পর এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে দুপুর ১টার দিকে ত্রিশালের উমেদনগর এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জে যাচ্ছিল। দুপুর ১টার দিকে ত্রিশালের উমেদনগর এলাকা পর্যন্ত আসতেই ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলের উদ্ধার কর্মীরা ময়মনসিংহ লোকোশেড থেকে রিলিফ ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করলে দুটার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

ওসি বলেন, ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়লেও এখন ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button