Facebook Bio Status

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেশ ভালো


উপদেষ্টা পরিষদের বৈঠকের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেশ ভালো বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করা হয়। এ পর্যালোচনা প্রতিবেদনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের এ হার বেশ ভালো।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সৈয়দ রিজওয়ানা হাসান জানান, উপদেষ্টা পরিষদে গৃহীত ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। শতকরা হিসাবে এ হার ৬৮ দশমিক ১৬ শতাংশ।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এমইউ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button