Status

উপদেষ্টা থাকাকালীন আয়-ব্যয়ের পই পই করে হিসাব দিলেন নাহিদ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালীন আয়-ব্যয়ের পই পই করে হিসাব দিলেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই হিসাব প্রকাশ করেন।

 

 

স্বেচ্ছায় পদত্যাগ করে নজির গড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম নিজের ব্যক্তিগত একাউন্টের স্টেটমেন্ট শেয়ার করে পোস্টটি দিয়েছেন। স্বেচ্ছায় হিসাব প্রকাশ করে নজির গড়ে তিনি লিখেছেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি।

 

 

উক্ত হিসাবে ১০,০৬,৮৮৬ (দশ লক্ষ ছয় হাজার আটশত ছিয়াশি) টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ (নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি) টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই।

 

 

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন, আমার বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী/মা/বাবা) নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি।

আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশ এর হিসাবে ৩৬,০২৮ (ছত্রিশ হাজার আটাশ) টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর উনার নিজের নামে বা উনার পরিবারের (স্ত্রী/মা/বাবা) কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি।

 

 

এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে। প্রয়োজনে উন্মুক্ত করা হবে।

তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী বাংলাদেশের যেকোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা থাকাকালীন নিজের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করে প্রশংসায় পাচ্ছেন সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম।

পোষ্টের নিচে কমেন্টে তাসরিফ খান লিখেছেন, এইরকম একটা উদাহরণ বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে!! আমাদের একজন Nahid Islam আছে, এটা সত্যিই গর্বের এবং আনন্দের।

 

 

সামনের দিনগুলোতে যে কাটাযুক্ত পথ রয়েছে তা সাবধানতা, সতর্কতা এবং বুদ্ধিমত্তার সাথে পাড়ি দিতে হবে। যে স্বপ্নের বীজ আপনারা আমাদের বুকে বপন করেছেন, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যান। অনেক অনেক দোয়া রইলো।

 

 

কেফায়েত শাকিল লিখেছেন, জনপ্রতিনিধিতো এমনই হওয়া উচিত। প্রতিটা অর্থের পই পই করে হিসাব দিয়ে বিদায় নিবে।সব উপদেষ্টার এভাবে হিসাব দিয়ে বিদায় নেওয়া নিশ্চিত করতে হবে। তবে নিজে পোস্ট দিয়ে আর কোনো একাউন্ট নেই বললেই হবে না। এটা সরকারের কোনো একটি সংস্থার সার্টিফাইড তথ্য হওয়া উচিত।

 

 

মাহমুদুল হাসান লিখেছেন, রাজনৈতিক বিরোধের কারণে সমালোচনা করা যায়। কিন্তু নাহিদের সাহসের কাছে আমরা অনেকেই হেরে যাই। ছেলেটার যে সাহস এইটা ২৬ বছর তো পরের কথা কবরে এক পা যাদের চলে গেছে তাদের কয়জনের হয়?

আমিরুল মোমেনীন মানিক লিখেছেন,
অসাধারণ একটি কাজ করলেন…আজীবন এই সততা ধরে রাখতে পারলে জনগণ আপনার মাথায় মুকুট পরাবে ইনশাআল্লাহ।

Source link

Back to top button