Status

উত্তরায় টিকেও বক্সিং একাডেমির উদ্বোধন

বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের এক নতুন যুগের সূচনার লক্ষ্যে উত্তরায় টিকেও বক্সিং একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল উত্তরা ১৫ নং সেক্টর দিয়াবাড়ি বটতলায় উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে মো.রাকিব হোসেন ও রাকিব আহমেদ নামে দু’জন বক্সারে মধ্যে বক্সিং খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রতিযোগিদের হাতে সম্মাননা সনদ তুলে দেন টিকেও বক্সিং একাডেমির চেয়ারম্যান আদনান হারুন।
পরে প্রতিষ্ঠানের সফলতা ও মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া হয়। টিকেও বক্সিং একাডেমির কর্মকর্তারা মনে করেন, এই প্রতিষ্ঠান বাাংলাদেশের আগামী দিনের বক্সারদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেবে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান আদনান হারুন বলেন,‘ টিকেও বক্সিং একাডেমি শুধুমাত্র একটি জিম নয়, এটি একটি প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ কেন্দ্র। যেখান থেকে নতুন প্রজন্মের বিশ্বমানের অ্যাথলেট তৈরি হবে এবং বাংলাদেশের নাম আন্তর্জাতিক ফাইট কমিউনিটিতে আরও উজ্জ্বল করবে।’

 

Source link

Leave a Reply

Back to top button