উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে কুপিয়ে হত্যা

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ নূর (৩০) নামের এক হেড মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উখিয়া ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত নূর উখিয়া ২০ নম্বর ক্যাম্পের হেড মাঝির দায়িত্বে ছিলেন।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, পবিত্র রমযানের তারাবির নামাজ শেষ করে নূর নামে হেড মাঝি মসজিদ থেকে বের হলে ৬-৭ জন সন্ত্রাসী কুপিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তবে কে বা কারা এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পরে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি যোগ করেন।

Source link

Exit mobile version